রিয়াজ শাওন :
হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উওর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মুন্সিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ পুড়ে যায় কোটি টাকার আসবাবপত্র। মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় ১০ টি পরিবার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে খাদ্য সামগ্রী, ঔষধ ও প্রসাধনী উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাজিগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
১৩ মার্চ (রবিবার) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা শাখার নেতারা। এ-সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও ঔষধ প্রসাধনী উপহার তুলে দেন।
এ-সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজিগঞ্জ শাখার সভাপতি জামাল উদ্দিন বলেন, আমরা খুবই মর্মাহত এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনায়, আপনারা যা হারিয়েছে তা সত্যি অকল্পনীয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি । আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আবারও আপনাদের সাহায্য করার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জামালউদ্দিন মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক কামাল গাজী, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক মাওলানা ইসমাইল।
এছাড়াও ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন নিপু, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি ফয়সাল হোসাইন,
৩ নং কালচোঁ ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিব ও ইউনিয়নের ইসলামি আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দ।