মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের শাহরাস্তিতে লায়ন্স ক্লাবস্ অব ঢাকা এ্যাম্বাসেডর এর উদ্যোগে সহস্রাধীক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার (১৯ মার্চ) দিনব্যাপী উপজেলার নরিংপুর দক্ষিণ সূচিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত চক্ষু শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সব বয়সি নারী ও পুরুষদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লায়ন্স ক্লাবস্ অব ঢাকা এ্যাম্বাসেডরের ক্লাব প্রেসিডেন্ট মো. হাম্মাদুর রহমানের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবস্ এর জেলা গভর্ণর বীরমুক্তিযোদ্ধা লায়ন এবিএম আনোয়ারুল বাসেত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তল জেলা গভর্ণর লায়ন এটিএম নজরুল ইসলাম, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আহাম্মুজ্জামান, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, লায়ন্স ক্লাবের কেবিনেট ট্রেজারার লায়ন মো. লতিফ সিদ্দীকি, আরসি হেডকোয়ার্টার লায়ন মো. শাহাদাত হোসেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. গোলাম মোস্তফা, এলাকাবাসীর পক্ষে একরামুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন আবু নোমান তানজিল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামসহ লায়ন বিআর খান, লায়ন মশিউর রহমান খানঁ, লায়ন আব্দুল লতিফ বুলবুল, লায়ন কাজী জাহাঙ্গীর, লায়ন মো. শফিকুল ইসলাম, লায়ন মো. নুরুজ্জামান, লায়ন শওকত হোসেন, লায়ন মো. মাইনুদ্দিনসহ শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।