আহসান হাবীব সুমন,কচুয়া:
কচুয়া উপজেলার উজানী হাজী বাড়ি ক্বওমী ওলামা ত¦লাবা ঐক্য পরিষদের
উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী
বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উজানী হাজী বাড়ি সাদিয়া খাতুন মহিলা মাদ্রাসার
মিলনায়তনে ৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি- ১ কেজি
ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি তৈল ,ডাল আধা কেজি,মুড়ি ১
কেজি,পেয়াজ ১ কেজি,খেজুর আধা কেজি,বেসন আধা কেজি ও
শরবতের ইউছুপগুল ভুসি তোকমা বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উজানী হাজী বাড়ি ক্বওমী ওলামা ত্বলাবা
ঐক্য পরিষদের উপদেষ্টা মাও: আবুল কালাম,মুফতি খালেদ,মাও:
হাফিজুল্লাহ,মাও: সোয়াইব আহমাদ,হাফেজ শাহীন,হাফেজ
গাফফার,মাও: মাহবুব,হাফেজ ইলিয়াছ,সমাজসেবক হাজী হারুন অর
রশিদ ও হাজী শুকুর মিয়া।
ইফতার সামগ্রী বিতরনের পূর্বে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য
রাখেন, মাও: হাফেজ শাহীন ও সমাজসেবক হারুন অর রশিদ।
ছবি: কচুয়ায় উজানী হাজী বাড়ি ক্বওমী ওলামা ত্বলাবা ঐক্য পরিষদের
উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী
বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।