শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ। ভূগোল বিভাগের প্রভাষক উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যা, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সহকারী অধ্যাপক এয়াছিন মিয়া, সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া,প্রভাষক সুমন মিয়া, প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ । সভায় অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ বলেন, বাঙালীরা স্বাধীন ছিল না। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর শুধু ধর্মের ভিত্তিতে পূর্ব বাঙ্গলাকে পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু দুটি অঞ্চলের মধ্যে ধর্ম ছাড়া আর কোন মিল ছিল না। ফলে স্বাধীনতার পর থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর রাজনৈতিক, সমাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অত্যাচার, নির্যাতন শুরু কর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বাঙ্গালীরা প্রতিবাদ করে। অবশেষে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালীরা বিজয় অর্জন করে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দেশপ্রেমিক হতে হবে, সৎ, ন্যায়পরায়ন হতে হবে, স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহিদ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন জনাব আ.ন.ম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ।