মোঃ জামাল হোসেন:
“সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই লক্ষ্যে শাহরাস্তিতে ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১২ রমজান মঙ্গলবার মেহের স্টেশন শুভ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সভাপতি মোঃ খাজা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম এম এ আল কাদেরী। মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরান,
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ কামরুল হাসান বাবু, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মোঃ বদরুদ্দোজা,আহলে সুন্নাত ওয়াল জামাআত শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব শামসুজ্জামান মাসুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি শাখার সভাপতি মাওলানা আবুল হাসান মোঃ জুলহাস, কুমিল্লা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মোঃ জাবের হুসাইন, গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল হান্নান, উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি শাখার দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানসহ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।