মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে উটতলী ফেরীঘাট ও উপজেলার মুন্সীরহাট সংযোগ ৫৫০টি দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ (হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু) নির্মাণ হাজীগঞ্জে অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও উত্তর গৌড়েশ^র সড়কে ৭৫০ মিটার চেইনেজে বোয়ালজুরী খালের উপর আরসিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী তিনি এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এদিন বেলা সাড়ে ১১টায় তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের ওলিপুর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সেতুর (হাজীগঞ্জ অংশ) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খিত সেতুটি ৫৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। যা স্বাধীনতার পরবর্তী ৫০ বছরেও কেউ সেতুটি নির্মাণ করাতো দূরের কথা, স্বপ্নেও ভাবেনি যে, সেতুটি নির্মিত হবে। কিন্তু স্বপ্ন নয়, আজ নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে তা বাস্তবে রূপ নিচ্ছে। এই সেতুটি নির্মিত হলে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের মানুষের সেতু বন্ধন ও আর্থ-সামাজিক উন্নয়নের গুরুতপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন থেকে আমরাও পিছিয়ে নেই। যার প্রমাণ হিসাবে, এক নির্বাচনী এলাকায় এবং একটি নদীর (ডাকাতিয়া নদী) উপর ৮টি সেতু নির্মাণ করা হয়েছে, যা দেশের দ্বিতীয় আর কোথাও নেই। আমার নির্বাচনী এলাকায় এবং ইতিমধ্যে এই নদীর উপর আরো ২টি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শুধুমাত্র সেতু নয়, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে প্রায় ৮ শতাধিক ব্রীজ ও কালর্ভাট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, মাত্র ৮ কিলোমিটার থেকে প্রায় ৮’শ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ করা হয়েছে। আরো কিছু কাজ বাকি রয়েছে। যা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এ জন্য আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র ক্ষমতা আবারো নিশ্চিত করতে হবে। কারণ, উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাকাতিয়া ব্রীজ প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, চাঁদপুরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, ফরিদগঞ্জের উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন প্রমুখ।
এরপর দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এসময় উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, একেএম মজিবুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটুসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিন বেলা সাড়ে তিনটায় , বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে উত্তর গৌড়েশ^র সড়কে ৭৫০ মিটার চেইনেজে বোয়ালজুরী খালের উপর আরসিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন বতু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।