মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আলাউদ্দিন প্রধানের উদ্যোগে ছেংগারচর পৌরসভায় গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ছেংগারচর পৌর এলাকার এক হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এদিন আদুরভিটি, জীবগাঁও, পাঁচগাছিয়া’সহ কয়েকটি গ্রামে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৩ আইটেম সেমাই, মসলা ইত্যাদি। এ সময় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নূর হোসেন’সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।