নিজস্ব প্রতিবেদক:
ঈদের আনন্দ করতে এসে শাহরাস্তিতে চাঁদপুর-লাকসাম রেল সড়কের চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে এক কিশোর।
সোমবার দুপুরে ওই রেল সড়কের শাহরাস্তি- হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শাহরাস্তি ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণ হারানো কিশোর কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭)।
এ প্রসঙ্গে স্থানীয় পথচারী মহিন ও সাদ্দাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের অভিমুখী ছিল। ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় অন্য যাত্রীদের সঙ্গে নিহত পারভেজ ছাদে অবস্থান করছিল। পরে অসাবধানতাবশত সে ট্রেন থেকে পা পিছলে নিচে পড়ে গেলে মুহূর্তের মধ্যে তার দেহ কয়েক খন্ডে বিভক্ত হয়।
স্থানীয়রা বিষয়টি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে অবহিত করে। ওই সংবাদ চারদিকে চাউর হতে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশের এক দল পুলিশ সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে অগ্রসর হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন উদ্ধার কাজ সম্পূর্ণ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।