Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, কাল দায়িত্ব পাচ্ছে নির্বাচন কমিশনার

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের লক্ষে আগামিকাল মঙ্গলবার (৯ মে) নির্বাচনী দায়িত্ব ‘নির্বাচন কমিশনার’ এর হাতে হস্তান্তর করা হবে। সোমবার (৮ মে) বিকালে এক মতবিনিময় সভায় সংবাদকর্মীদের বিষয়টি জানান, সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। এদিন ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপজেলায় কর্মরত সকল পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী ও হায়দার পারভেজ সুজন বলেন, যেহেতু বর্তমান কার্যকরি পরিষদের মেয়াদ ১২ মে শেষ হতে যাচ্ছে। তাই, আগামি ৫ বছরের জন্য ব্যবসায়ী সমিতির নেতৃত্ব প্রদানের লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এ জন্য কার্যকরি পরিষদ ইতিমধ্যে স্বচ্ছ ভোটার তালিকা সম্পন্ন, নির্বাচনী ওয়ার্ড ও কমিশনারের পদ পূর্ণগঠণ, সম্পাদকীয় পদ বৃদ্ধিসহ আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে।
এর মধ্যে ৩ হাজার ৪৩ জনের ভোটার তালিকা প্রকাশ, ‘মহিলা বিষয়ক সম্পাদক’ নামক একটি পদ বৃদ্ধি করে সম্পাদকীয় ১১ থেকে ১২টি পদ এবং ১টি ওয়ার্ড বৃদ্ধি করে মোট ৮টি ওয়ার্ড করা হয়েছে। এছাড়া ১নং ওয়ার্ডে কমিশনার পদে একজন কমিশনার পদ বৃদ্ধি করে ২ থেকে ৩ জন কমিশনার এবং ৭নং ওয়ার্ডে একজন কমিশনার পদ কমিয়ে ৪ থেকে ৩ কমিশনার পদ রাখা হয়েছে।
যা বর্তমান পদ সংখ্যা থেকে বেড়ে আগামি পরিষদে ২৯ থেকে ৩১ জনের সদস্য হবে। কার্যকরি পরিষদের মেয়াদের বিষয়ে তারা বলেন, যেহেতু আমরা দায়িত্বে রয়েছি এবং নির্বাচন কমিশনও থাকবে। যদি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, বর্তমান মেয়াদ অর্থ্যাৎ ৫ বছর থাকবে, তাহলে ৫ বছরই থাকবে অথবা ২ বছর কমিয়ে পূর্বের মতো ৩ বছরের মতামত আসলে, ৩ বছরই করা হবে। আমরা সকলের সিদ্ধান্তের সাথে একমত।
সভাপতি ও সম্পাদক আরো বলেন, নির্বাচনে ভোট গ্রহণের লক্ষে আমরা আশা করছি, আগামিকাল নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারবো। এরপর নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন এবং তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যারা বিজয়ী হবেন অর্থ্যাৎ যারা আগামি দিনের নেতৃত্বে আসবেন, তাদের শপথ গ্রহণ শেষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করবো।
গত ৫ বছরে দায়িত্ব পালনকালীন সময়ে নিজেদের কার্যক্রম উল্লেখ করে আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী ও হায়দার পারভেজ সুজন বলেন, প্রতিষ্ঠাকালিন সময় থেকে এখন পর্যন্ত ভাড়া বাসায় অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যবসায়ী সমিতি। বর্তমান পরিষদ সমিতির নিজস্ব অফিস নিয়েছে। আশা করছি, শ্রিঘই আমরা নিজস্ব অফিসের কাজ শুরু করতে পারবো। এছাড়াও হাজীগঞ্জ বাজারকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে।
তারা বলেন, এই সিসিটিভির কারণে বাজারে চুরিসহ নানার অপরাধমূলক কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমেছে, যা নিয়ন্ত্রাণাধীন এবং এই সিসিটিভির মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, ক্রেতা, পরিবহন চালক ও শ্রমিক, পথচারীসহ নানান পেশার মানুষ উপকৃত হয়েছে। এছাড়া করোনাকালীন সময়সহ বর্তমান পরিষদ ব্যবসায়ীদের কল্যাণে সবসময় নিজেদের নিয়োজিত রেখেছে। তারপরও সকল ব্যর্থতার দ্বায়ভার আমাদের।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে বক্তব্য রাখেন, হালনাগাদ কমিটির আহবায়ক ও সমিতির সহ-সভাপতি আলহাজ¦ মো. মিজানুর রহমান, সদস্য ও সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন শাবু, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম মুন্সী। বক্তব্য শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভোটার হালনাগাদ কমিটির সদস্যরা সংবাদকর্মীদের বিভিন্ন প্রশে^র জবাব দেন।

মতবিনিময়কালে সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, প্রচার সম্পাদক মো. ্ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু নোমান রিয়াদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ - আশফাক চৌধুরী মাহি

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা 
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ

আরও খবর

error: Content is protected !!