মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির মেহের দক্ষিন ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা ২৫মে বৃহস্পতিবার পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেন। এ সময় অর্থবছরের ১কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা গাজী, শাহরাস্তি সাংবাদিক ক্লাবের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ইউপি সদস্য মোঃ আক্তারুজ্জামান, মোঃ ইমাম হোসেন মোল্লা, ফরিদ আহমেদ, জাকির হোসেন, রবিউল হোসেন, সোহরাব হোসেন, মাইনুদ্দিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য শামছূন নাহার মুক্তা আক্তার, আলেয়া বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন সচিব মোঃ আমির হোসেন। এসময় ১ কোটি ৩৫ লাখ টাকা বাজেট ঘোষনা করা হয়। বাজেটে শিক্ষা খাত, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে অধিক গুরুত্ব রেখে বাজেট ঘোষনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।