রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআর,বিতে এখনও প্রতিদিন হাজারের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন ৪০ ভাগ আসছে মারাত্মক পানিশূন্যতা নিয়ে। হাত না ধুয়ে খাবার খাওয়া, বাইরের পানি ও খাবার খাওয়া আর অতিরিক্ত গরমে এবার ডায়রিয়ার পরিস্থিতি খারাপ।
মার্চের শেষ সপ্তাহে আইসিডিআরবি’তে ডায়রিয়া রোগী ভর্তির হার রেকর্ড হয়, যা এখনও উদ্বেগজনক। প্রতিদিন গড়ে হাজারের ওপরে রোগী ভর্তি হচ্ছে সেখানে। তবে এ সপ্তাহে রোগী ভর্তি কমেছে দিনে গড়ে ৫০ জন করে।
কলেরা হাসপাতালে আসা কোনো রোগীকেই ফেরত পাঠানো হয় না। সেবা দিতে বসানো হয়েছে অতিরিক্ত বেড।
আইসিডিডিআর’বি এর চিকিৎসক লুবাবা শাহরিন বলেন, গতকাল ১০৫০ জনের মতো রোগী ভর্তি হন। এখনও প্রতিদিন ১০০০ এর মতো ভর্তি হচ্ছেন, আমাদের টেন্টগুলো ক্রমেই ভরে উঠছে।
চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা কমলে নিয়ন্ত্রণে আসবে ডায়রিয়া পরিস্থিতি। এছাড়াও বাইরের খাবার ও পানি পান না করলে অনেকাংশে ডায়রিয়ামুক্ত থাকা সম্ভব বলছেন চিকিৎসকরা। ঘরেও পানি ফুটিয়ে পানের পরামর্শ তাদের।