মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ এর ফুটবল খেলা ২ম্যাচ শাহরাস্তি টামটা উত্তর ইউনিয়ন একাদশ ও রায়শ্রী উঃ ইউনিয়ন একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪-৩ দিন গোলে টামটা উত্তর ইউনিয়ন একাদশকে হারিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।
এবং ৩ ম্যাচ চিতোষী পূর্ব ইউনিয়ন একাদশেক ২-০ গোলে হারিয়ে মেহের দক্ষিণ ইউনিয়ন একাদশ বিজয়ী হন।
খেলা উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার (আইসিটি) মোঃ শাজাহান মিয়া, রায়শ্রী উঃ ইউপি প্যানেল চেয়ারম্যান ও টিম ম্যানেজার মোঃ খোরশেদ আলম, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, টিম ম্যানেজার ইউপি সদস্য মোঃ রবিউল আলম, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সি,এ মোঃ জসিম উদ্দিন, শাহরাস্তি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও নিজমহার মডেল পাইলে উচ্চ বিদ্যালযের ক্রীড়া শিক্ষক মোঃ আক্তার হোসেন, উপস্থিত ছিলেন ক্রীড়া ভক্তবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।