শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে ছয় বছর পর গেলো ৫ জুন ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী রবিবার (১১ জুন) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। যা চলবে ১৩ জুন বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিন রোববার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার ও সহকারী প্রদান শিক্ষক শাহ-জামালের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১জন অভিভাবক সদস্য পদপ্রার্থী।
তারা হলেন,বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সদস্য মঞ্জুর আলম মুন্সী,সাবেক ইউপি সদস্য মরহুম আবদুর রব মেম্বারের ছেলে অহিদুর রহমান,রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়ির মোঃ ফয়েজ মজুমদার(উজ্জ্বল),শাহ জাহান (বিএসসি),মহিন উদ্দিন,সোহেল রানা,মজিবুর রহমান,মিজানুর রহমান, মো.হান্নান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নয়ন আক্তারের পক্ষে শাহ পরান সৈকত ও লিপি আক্তার।
সকল প্রার্থীরাই চান সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের একটি সুন্দর কমিটি। এতে সকল অভিভাবকের দোয়া ও সহযোগিতাও কামনা করেন প্রার্থীরা।
২০১৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ১৭ই মে। এবার নতুন কমিটির জন্য ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল। ১১ জুন রোববার থেকে ১৩জুন মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন প্রার্থীরা। এরপর ১৫ জুন বৃহস্পতিবার যাচাই বাঁচাই,১৮-ই জুন রোববার প্রত্যাহার ও ৫ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।