অনলাইন ডেস্ক:
চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দক্ষিণ পচ্চিম রাজারগাও গ্রামের সেকান্দর আলীর ছেলে মঈনুূ্দ্দিন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। বর্তমানে শয্যাশায়ী হয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি।
জানা যায়,মঈনুদ্দিন দীর্ঘ দুই বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। অসুস্থ মঈনুদ্দিন প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার দুই বছর যাবত বিছানায় পড়ে থাকার পরও চিকিৎসা ভাতার তালিকাতে নাম নেই।
১নং রাজারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাদি মিয়া জানান, মঈনুদ্দিন অসুস্থ হলে তো আমি কি করবো। উপরের কর্মকর্তা আছে তারা দেখবে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, মঈনুদ্দিন বিগত পাঁচ বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। টাকার অভাবে সুচিকিৎসা ও ওষুধ কিনতে পারছেন না। চিকিৎসা ভাতা থেকে ও বঞ্চিত। আমরা স্থানীয় এলাকাবাসী মাঝে মাঝে যতটুকু পারি সহায়তা করি। সরজমিনে গিয়ে জানান যায় মঈনুদ্দিনের এক মেয়ে রয়েছে ধলাইতলী মহিলা মাদ্রাসায় নূরানী বিভাগে পরেন। অসুস্থ মঈনুদ্দিন জানান আমাদের জাগা জমিন সম্পতি যা ছিলো সব বিক্রি করে দিয়ে আমার অশুধ খাওয়ার টাকা হয়েছে কিন্তুু এখন আর আমাদের শুধু ছেট একটা বসত ঘর ছারা আর কিছুই নেই সংসার চলতে খুবই কষ্ট হয়ে যায় আমি জেলা প্রশাসক ও হাজিগঞ্জ উপজেলা ইউএনও স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
অসহায় মাঈনুদ্দিনের বিকাশ।
01322958418