হাজীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারিদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর আওতায় রোববার (১৯ জুন) দিনব্যাপী উপজেলার ২’শ ডেইরি ও পেটেনিং খামারিকে এ প্রশিক্ষন দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষন গ্রহণকৃত খামারিদের সনদপত্র ও বিনামূল্যে বিভিন উপকরণ (ঔষধসহ চিকিৎসা সংক্রান্ত উপকরণ, টি-শার্ট, কাগজ ও কলম) সহ খাবার প্রদান করা হয়। প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. বখতিয়ার উদ্দিন।
প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন, প্রধান অতিথিসহ জেলা প্রশিণ কর্মকর্তা ডাঃ মো. জুলহাস আহমেদ, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডাঃ মো. দেলোয়ার হোসেন ও জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ মো. আমিনুল ইসলাম।
প্রশিণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া। তিনি বলেন, উপজেলার ২’শ খামারিকে গাভী পালন ও খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তাসহ খামারিরা উপস্থিত ছিলেন।