ঢাকার ফার্মগেট এলাকায় সেজান পয়েন্টের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার এসআই মাসুদুর রহমান।
তিনি জানিয়েছেন, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্র্যাফিক অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়ে মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে নিহত হন।
এসআই মাসুদ বলেন, নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্র্যাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার জানান, ভোর সোয়া ৪টার দিকে ৯৯৯ থেকে কল করে জানানো হয় এক পুলিশ সদস্য আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে ছিনতাইকারী না অন্য কিছু সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।