শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী (জনি)।
জসিম উদ্দিন চৌধুরী (জনি) হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে হাজীগঞ্জ পৌর যুবলীগের দুই দুইবার যুগ্ন-আহবায়ক এর দায়িত্ব পালন করছেন।
জসিম উদ্দিন চৌধুরী (জনি) হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত মোঃ আব্দুল কাদের চৌধুরীর তৃতীয় পুত্র।
রোববার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের উপস্থিতে জসিম উদ্দিন চৌধুরী (জনিকে) সভাপতি ঘোষণা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
জসিম উদ্দিন চৌধুরী (জনি) বিদ্যালয়ের সভাপতি ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন।
হাজীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী (জনি) নতুন দায়িত্ব যেন ন্যায় নিষ্ঠা ভাবে পরিচালনা করতে পারেন সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। সে সাথে তিনি রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং হাজীগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারসহ সহকারী শিক্ষক বৃন্দ, সকল অভিভাবক, ছাত্রছাত্রী এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহোযোগিতায় কামনা করেছেন।
এর আগে গত বুধবার (৫ জুলাই) সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন।
এতে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়, মহিন উদ্দিন, সোহেল হোসেন, শাহ জাহান (বিএসসি), মুজিবুর রহমান ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে লিপি আক্তার।