ছেংগারচর পৌরসভা নির্বাচনের আর মাত্র দুইদিন বাকী। তাই প্রচার প্রচারনা চলছে
জোরেশোরে। মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকারের পক্ষে
প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও চাঁদপুর-২ আসনে আ’লীগের দলীয়
মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান সিআইপি।
গত ১৪ জুলাই শুক্রবার দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে
ভোট ভিক্ষা চান তিনি। তিনি পৌরসভার কলাকান্দা বহুমুখী বাজার, কলাকান্দা, সুগন্ধি,
ছেংগারচর বাজারা’সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও কুশলাদি বিনিময়
করেন।
এসময় তিনি বলেন, আ’লীগ সরকার বিগত সাড়ে ১৪ বছরে অনেক উন্নয়ন করেছে। তাই
আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত
করুন, দেখবেন উন্নয়নের জোয়ার হবে। তাই নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার একজন সৎ ও সাদা মনের মানুষ এবং
বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছে। সুতরাং
সে মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন করতে তার জন্য সহজ হবে। তাই উন্নয়নের স্বার্থে
নৌকায় ভোট দিবেন। এসময় তার সাথে স্থানীয় আ্#৩৯;লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।