শোকের মাস শোকাবহ ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালনকল্পে জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষ্যে ৩ নং কালোচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শুক্রবার (৪ আগস্ট) পিরোজপুর হাই স্কুল হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মানিক হোসেন প্রধানীয়া।
সভা সঞ্চালন করেন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান পলাশ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন,বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মাস্টার,বশির মজুমদার ও বারেক, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোজাম্মেল হোসেন মজুমদার, হাজী কামাল হোসেন ও নজরুল ইসলাম, যু্বলীগ নেতা রতন, ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন ও সালাউদ্দিন বাবু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল বাসার টিটু,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাখাওয়াত হোসেন বেপারী, ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোস্তফা কামাল,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহফুজ মুন্না,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মামুনুর রশিদ,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শওকত সহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।