বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) মাদরাসার সুপার মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুতসাহী সদস্য মোঃ আঃ হান্নান পাটওয়ারী।
এদিন ভোরে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মাদরাসা হলরুমে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মাওলানা সালেহ আহমদ, মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা গাজী নোমান হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মোহাম্মদ আবু সুফিয়ান, আরবি প্রভাষক মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।