এই প্রথম হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ৪১ তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হাজীগঞ্জের ৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে রোববার (২০ আগস্ট) সকালে পৌর সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা প্রদানের পূর্বে পৌর মেয়র বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ৬ জন ক্যাডারকে সাথে নিয়ে পৌরসভায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ পুস্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী শহিদদের মাগফেরাত কামনা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু, খালেদ মাহমুদ তামিম, মেহেদি হাসান, রুনা আকতার ও মোহাম্মদ আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এসময় তারা তাদের অনুভূতি প্রকাশ করেন সাফল্যে গাঁথার কথা উপস্থাপন করেন এবং পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধিতদের উদ্দেশ্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, তোমরা হাজীগঞ্জের রত্ম, তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করি। হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক শেষ করে দেশের বিভিন্ন বিদ্যাপীঠ থেকে শিক্ষাজীবন শেষ করে বিসিএস ক্যাডার হয়েছ। তোমাদের প্রতি প্রত্যাশা, তোমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবে।
তিনি বলেন, তোমরা যেভাবে পড়ালেখা করেছে। তোমাদের পরবর্তীতে হাজীগঞ্জে যেসব শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিতে চায়, তোমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে। তোমাদের জন্য পৌরসভার দরজা সবসময় খোলা। যখন যার প্রয়োজন হবে, চলে আসবে।
পৌরসভার বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. সেলিম, টিএলসিসির সদস্য ইকবালুজ্জামান ফারুক, হারুনুর রশিদ, কাউন্সিলর মো. শাহআলম, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য গাজী সালাহউদ্দিন।
অনুষ্ঠানে পৌর কাউন্সিল মোহাসীন ফারুক বাদল, কাজী মনির হোসেন, সুমন তপদার, কবির হোসেন, সহকারি প্রকৌ. মো. ইদ্রিস মিয়া ও মো. মাহবুবর রশিদ, উচ্চমান সহকারি আবদুল লতিফ, টিএলসিসির সদস্য রাবেয়া আকতার মায়া, ডা. পেয়ারা বিল্লাল, দেলোয়ার হোসেন, ইকবাল মজুমদার প্রমূখ।
উল্লেখ্য, খালেদ মাহমুদ তামিম, মেহেদি হাসান, রুনা আকতার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং মোহাম্মদ আবদুল্লাহ প্রথমে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসায় পড়ালেখা করেন।