ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নিরপরাধীকে
অভিযুক্ত করার কারনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬
আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর আহ্ধসঢ়;মাদিয়া ফাজিল
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে
গাজীপুর আহ্ধসঢ়;আদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র
করে একটি সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী
ছাত্র মো. সাজেদুল ইসলাম (১৭) বহিরাগত সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা
মো. রায়হান ইসলাম শাওন কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম
প্রাপ্ত হয়। ওই ঘটনায় মো. রায়হান ইসলাম শাওন ও জুয়েল হোসেন-কে
অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে হামলার শিকার
সাজেদুল ইসলামের ভাই মো. রিয়াজুল হাসান।
সংবাদ সম্মেলনে দাবী করা হয় পকৃতপক্ষে জুয়েল হোসেন ঘটনাস্থলের
আশে-পাশেও ছিলেন না। জুয়েল হোসেন ব্যবসার কাজে অন্যস্থলে ছিলেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায়
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মো.
সাত্তার মিজি, ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী মো. সাগর হোসেন ও রাকিব
হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।