চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের
সর্বপ্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাকক্ষে এক সাধারণ
সভায় ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষানুরাগী মো: আশ্রাফ আলীকে সভাপতি এবং ১৯৯৪
ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছেংগারচর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুল হাসানকে
সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলো: ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: মনির হোসেন কে সিনিয়র সহ-
সভাপতি ,২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: সিরাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক,
১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেন কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আশ্রাফ আলী বলেন, আমাদের বিদ্যালয়টি ১৯৩৯
খ্রি: প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিনের স্বপ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা।আজ
স্বপ্ন পূরন হলো এবং সকলের সহযোগিতা কামনা করছি।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন শিক্ষামূলক সহযোগিতা এবং বিদ্যালয়ের
গঠনমূলক উন্নয়ন করতে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংগঠনের সাধারণ
সম্পাদক প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান। খুব শ্রীগ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হবে বলে
জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।