শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করতে পৌর শ্রমিকদলের আহবায়ক আবদুল খালেক জমাদ্দারের নেতৃত্বে কৃষক দলের এক বিশাল মিছিল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদেন মিছিলটি।
কালিয়াপাড়াদলিয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে আস্তে গেইট দোয়াভাঙ্গা, ঠাকুর বাজার অতিক্রম করে মেহার কালিবাড়ী মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয় লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকদের নেতা মোঃ ইউসুফ, ইসমাইল, মনির হোসেন,সোহেল, সাইফুল, মনির,জসিম, শাহাবুদ্দিন, দেলোয়ার,হাসান, ওসাম, মানিক,জিয়া, সুজন,মিজান,রুহুল আমিন, আজাদ, সোলেমান কাজী, কাশেম, ইউছুফ, হানিফ, কালাম, রব, আলমগীর, লিটন, সুজনসহ পৌর বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদলের নেতৃবৃন্দ।