সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (দক্ষিণ শাখার) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সদ্য মাদক নিয়ে গ্রেফতার হওয়া জাকির হোসেন শাহিনকে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে তার অব্যাহতি পত্রে যৌথ ভাবে সই করেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ ইকবাল ও যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ ইকবাল বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাকে (জাকির হোসেন শাহিনকে) তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল বলেন, বৃহস্পতিবার রাতে জাকির হোসেন শাহিনকে অব্যাহতি পত্রে সংগঠনের আহবায়ক ও যুগ্ন-আহবায়ক যৌথ স্বাক্ষর করে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য,১৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক বাজার থেকে ৮’শ পিস ইয়াবাসহ ৫ নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (দক্ষিণ শাখার) জাকির হোসেন শাহিন ও তার সহযোগি আজাদ গাজীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে ৮’শ ইয়াবা, ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও ২টি মোবাইল জব্দ করা হয়।