মতলব উত্তর উপজেলায় দুঃস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের মঞ্জুরির
চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
ডেউটিন ও গৃহ নির্মাণের মঞ্জুরির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-
সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা কৃষি অফিসার
ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার অফিসার ইন্ধসঢ়;চার্জ ওসি মো. মহিউদ্দিন, উপজেলা
প্রকৌশলী মো. মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের, উপজেলা যুবলীগের
সভাপতি দেওয়ান মো. জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের
সদস্য মো.আলাউদ্দিন সরকার প্রমুখ।
এসময় ২১জন দুঃস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্য মঞ্জুরির
চেক বিতরণ করা হয়েছে।