দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলদেশ আওয়ামীলীগ
থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন
অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের
নতুনবাজারের দলীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে
অংশগ্রহন করেন।
রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয়
মনোনয়ন প্রার্থীদের।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগের ১২জন মনোনয়ন সংগ্রহ করেন,
মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন
চৌধুরী মায়া বীরবিক্রমকে।
গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামীলীগের দলী ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন
চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন
ফরাজিকান্দী ১ নং আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ।
মিছিলটি আমিনপুর ইসলামিয়া মার্কেট নতুন বাজার আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও
সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায়
সেখানে এসে শেষ হয়েছে।
উপজেলা ছাত্রলীগ এর সাবেক যগ্ম আহবায়ক এম নোমান দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-
ফরাজিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার ও উপজেলা যুবলীগ এর
সদস্য বাবু সরকার, সিঙ্গাপুর ছাত্রলীগ এর সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, ১ নং ওয়ার্ড
যুবলীগ সভাপতি শাহাজাহান ঢালী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান
মোল্লা, মান্নান মোল্লা, ১ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারন সম্পাদক সাইজুদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রূপকার। দুই
দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বাধীনতা যুদ্ধে
বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি অবিভক্ত ঢাকা
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির
সদস্য হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর-২
আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও
অভিনন্দন।
তাঁরা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার
আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে
প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে
মিষ্টি বিতরণ ও মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করে আনন্দ মিছিলটি শেষ করেন। এসময়
স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।