দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের ওপর বালু সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব মিলনায়তনে।
এসময় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রেসক্লাবের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে কোনো অনিয়মই বেড়ে উঠতে পারবে না। সাংবাদিক মোস্তফার ওপর যে হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বালু সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা সংবাদকর্মীরা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়িয়ে অন্যায়-অপরাধকে মোকাবেলা করতে পারব।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে অবৈধ ড্রেজারের মাধ্যমে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন আবু হেনা মোস্তফা কামাল। ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।