হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের ৬টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধর্ব্যপুর বাজার, কাকৈরতলা জনতা কলেজ, মোহাম্মদপুর চৌরাস্তা ও মালিগাঁও উচ্চ বিদ্যালয় এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোস পাটওয়ারী বাড়ি ও পাঁচৈই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করে দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতীর উন্নয়নকে অব্যাহত রাখুন।
তিনি বলেন, আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে এবং আওয়ামী লীগের কথা বলে যারা অন্য প্রতীক নিয়ে আসবে, তাদের কথায় কান দিবেন না। কারণ, যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতীর উন্নয়নের প্রতি আস্থা ও বিশ^াস রাখে তারা আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে কখনো অন্য প্রতীকে ভোট চাইতে পারেনা।
সভাগুলোতে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মো. সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহাম্মদ খসরুসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ সরকারের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ হীরার উপস্থাপনায় গন্ধর্ব্যপুর বাজারে, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মোজাম্মেল হক কাজলের উপস্থাপনায় কাকৈরতলা জনতা কলেজে, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন মন্টুর সভাপতিত্বে ও আলী আহম্মেদ ভুইয়ার উপস্থাপনায় মোহাম্মদপুর চৌরাস্তায় এবং আওয়ামী লীগ নেতা কাউছার আহম্মেদের সভাপতিত্বে ও আবুল কাশেম বেপারীর উপস্থাপনায় মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
এরপর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালযোশ ও পাঁচৈই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিপ হয়। দুই ইউনিয়নের ৬টি পথসভায় বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী, যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও পৌরসভার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মেলেটারী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান সুমন পাটওয়ারী, আওয়ামী নেতা হানিফ মেম্বার, আক্তার হোসেন, মফিজুর রহমান, আনিছুর রহমান, যুবলীগ নেতা মো. জয়নাল আবেদীন ও মো. হাবিব উল্যাহ্ পাটওয়ারী, শ্রমিক নেতা ওয়াসিম সর্দারসহ গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।