ইতালির মেসিনা বিশ্বাবিদ্যালয়ে ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ পেল আব্দুল কাদের।
কচুয়া উপজেলার কোয়াচাঁদপুর গ্রামের বাসিন্দা হাজী আবদুল রশিদ বিএসসির চতুর্থ ছেলে আব্দুল কাদের ইতালির মেসিনা বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশীপ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ পেয়েছে। তার পিএইচডি বিষয় ‘ইউরোপীয় অভিবাসন’।
আব্দুল কাদের কচুয়ার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ‘সরকার রাজনীতি’ বিভাগ হতে মেধাতালিকায়
থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে। তারপর ইউরোপীয় ইউনিয়নের ফান্ডেড “Erasmus Mundas” স্কলারশিপ পেয়ে জার্মানির Goettingen University হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে।
এই বিষয়ে আব্দুল কাদের বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মেসিনা বিশ্ববিদ্যালয়েরে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছি। আমি আমার বাবা-মা, ভাই-বোন, শিক্ষক আত্মীয় স্বজনসহ সবার কাছে দোয়া প্রার্থনা করি । আমি যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি।