নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় শাখার
কচুয়া পৌর বাজারে উদ্বোধন করা হয়। বুধবার সন্ধ্যায় সুলতান ভূইয়া
কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের বর্ণাঢ্য
উদ্বোধন করেন- সুলতান ভ‚ঁইয়া কমপ্লেক্সের স্বত্ত¡াধিকারী ও পৌর আওয়মী লীগের
সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া। এসময় দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা মো. জামাল হোসেন।
পরে নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সকলকে
সেবা গ্রহন করতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নারগিস ফুড প্যাভিলিয়ন
রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সত্বাধিকারী অস্ট্রোলিয়ান প্রবাসী মো.
জাকির হোসেন প্রধানীয়া। এসময় তিনি বলেন, হাজীগঞ্জের পরে আমাদের
দ্বিতীয় শাখা কচুয়ায় পৌর বাজারের সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে নিচতলায়
উদ্বোাধন করেছি। এখানে উন্নত ও সুস্বাদু খাবারের সেবার মান বজায় রেখে
সুনাম ও সততার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা
চাই।
এসময় কচুয়া পৌর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন
বাটা, হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন
প্রধানীয়া,সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কেসলু। কচুয়া উত্তর
ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার, কাদলা ইউপির সাবেক
চেয়ারম্যান মাঈন উদ্দিন মজুমদার মানিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।