Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

হাজীগঞ্জে নিহত মুয়াজ্জিনে পরিবারের পাশে ইউএনও’র স্ত্রী | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ ||
হাজীগঞ্জ উপজেলা পরিষদ বাইতুল মামুর জামে মসজিদের সহকারী ইমাম (মুয়াজ্জিন) পারিবারিক বিরোধের জেরে নিহত মো. সেলিম হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের স্ত্রী ডা. কামরুন্নাহার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলে শুক্রবার ইউএনও তাঁর স্ত্রীর পক্ষে নিহতের পরিবারের সদস্যদের হাতে নগদ টাক ও খাদ্য সামগ্রী তুলে দেন।
জানা গেছে, নিহত মুয়াজ্জিনের পরিবারের অসহায়ত্বের কথা শুনে ইউএনও মো. রাশেদুল ইসলামের স্ত্রী ডা. কামরুন্নাহার তাদের পাশে দাঁড়ান। তাই এ দিন তাঁর পক্ষে মো. রাশেদুল ইসলাম ওই বাড়িতে উপস্থিত হয়ে নিহতের পরিবারের হাতে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার উপস্থিত ছিলেন।
এ দিন ডা. কামরুন্নাহারের পক্ষে নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রীর মধ্যে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ৫ লিটার সয়াবিন তেল, ২৪ টা ডিম, ২ কেজি গরুর গোস্ত, ৩ টা মুরগি, ৩ কেজি পেঁয়াজ, আধা কেজি আদা, আধা কেজি রসুন, ২ কেজি লবন, ২ কেজি চিনি, জিরাসহ রান্নার সবধরনের মসলা, আধা কেজি গুড়ো দুধ, সেমাই, দুই ধরনের সাবানসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন ইউএনও।
উল্লেখ্য, গত রোববার সকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাঁড়িয়াইন গ্রামের নতুন মিজি বাড়িতে সম্পত্তিগত বিরোধের জেরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই মো. সেলিম হোসেনের সালিসি বৈঠক হওয়ার কথা ছিল। নজরুল ইসলামের পরে লোকজন ও স্থানীয় ইউপি সদস্য খোরশেদ সালিসি বৈঠকে উপস্থিত হলেও সেলিমের পরে লোকজন সময়মতো না আসায় বৈঠকের কিছুটা দেরী হয়।

এর মধ্যে নজরুল ইসলাম ও মো. সেলিমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ের মারামারির ঘটনা ঘটে। এতে দু’জনেই অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সেলিমকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নেন। নিহত মো. সেলিম হোসেনের স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ ৫ সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় পড়ে।

আরো পড়ুন  হাজীগঞ্জে অবরোধের প্রতিবাদে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত
মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ  
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরও খবর

error: Content is protected !!