স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী জুন থেকে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। এই টিকার আওতায় প্রায় দুই কোটি শিশু আসবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। আমাদের ৩০ লাখ টিকা ইতোমধ্যে এসেছে। শিশুদের মা-বাবাদের বলবো- ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।’
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ, যেখানে প্রায় ৭৫ ভাগ জনগনকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ার সফলতার জন্য প্রধানমন্ত্রী ভ্যাক্সিন হিরো হয়েছেন, এবার ভ্যাক্সিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।’
করোনার চর্তুথ ওয়েভ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেইভাবে আসবে না।’