জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চাদঁপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন পৌর বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজ আয়োজিত অত্র প্রতিষ্ঠান হলরুমে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ
বিষয়ে তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী অধ্যাপক মাছুমা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন,সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী,সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক নুরজাহান আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং সপরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ।
এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।