পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে মেজর অবঃ রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি’র নির্দেশনায় বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২মার্চ) সকালে শাহরাস্তি পৌর ৮ নং ওয়ার্ডের নিজমেহার দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে
পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশু, মোঃ মোশারফ হোসেন বাদল, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আলম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শাহরাস্তি- হাজীগঞ্জ উন্নয়নের রূপকার, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মহান আল্লাহ পাক যেন মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন এই দোয়া করি। আজ আপনাদের মাঝে সামান্য উপহার মাননীয় এমপি মহোদয়ের পরামর্শক্রমে আমি আপনাদের মাঝে উপকরটুকু পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা আমাদেরকে দোয়া করবেন। অনুষ্ঠানে ৮নং ওয়ার্ডের উপকারীবৃন্দ উপস্থিত ছিলেন।