বাংলাদেশ আওয়ামিলীগের চাঁদপুর জেলার দূর্যোগ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান নুরুল ইসলাম জমাদার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের পুনঃনির্বাচিত সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।
জানা যায়, নুরুল ইসলাম জমাদার দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (৫ এপ্রিল) ভোরে তার চাঁদপুরের বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামিলীগের চাঁদপুর জেলার দূর্যোগ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক নুরুল ইসলাম জমাদার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি নুরুল ইসলাম জমাদার-এর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।#