বাংলাদেশের সকল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণকল্পে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাণিজ্য মণ্ত্রণালয় কর্তৃক ভর্তুকি দিয়ে সারাদেশে নিত্য প্রয়োজনী পণ্য কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ডের প্রতি প্রতি মাসে তালিকাভূক্ত কার্ডধারী দরিদ্র নারী-পুরুষদের মাঝে ৫ কেজি চাউল, ২লিটার সয়াবিন তৈল ও ২ কেজি মশারি ডালের প্যাকেজ মূল্য ৪৭০ টাকায় বিক্রি এবং বিতরন কার্যক্রম অব্যাহত আছে।
রোববার (০৭ এপ্রিল ) সকাল-বিকাল পর্যন্ত হাজীগঞ্জ উপজেলাধীন ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭’শত ২১টি পরিবারের মধ্যে বিতরন করা হয়। তালিকাকৃত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে ৪৭০ টাকা জমা দেয় দায়িত্বপ্রাপ্ত বিক্রেতার কাছে।
ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন,আওয়ামীলীগের সরকারের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।আমাদের সরকার জনবান্ধব। ইউনিয়নের জনগণকে রাষ্ট্রের এমন সুবিধা সেবা দিতে পেরে সত্যি আনন্দ লাগছে।
টিসিবির ডিলার তালুকদার বাজার ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ রেজাউল করিম তালুকদার বলেন,সরকারী নির্দেশনানুযায়ী আমি সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণ করছি।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চেয়ারম্যান আনুষ্ঠানিক নির্দিষ্ট কার্ডধারীর হাতে টিসিবির পণ্য তুলে দেন ।
বিতরণ কাজে দায়িত্ব পালন ও সহযোগিতা করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউপি সচিব, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, সহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।