চাঁদপুরের কচুয়ায় বৈশাখী মেলা থেকে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে এসআই কাজী আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয় অভিযান চালিয়ে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভুইয়ারা মনসা মুড়া মন্দিরের সামনে ঐতিহ্যবাহি বৈশাখী মেলা চলাকালীন সময়ে মন্দিরের সামনে খালি জায়গায় ছক্কা লুডুর মাধ্যমে জুয়া অবস্থায় ৮ জুয়ারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, ভুইয়ারা গ্রামের সাইফুল ইসলাম প্রঃ মাইকেল (৪৪),মোঃ মিলন (২২) শাকিল (২৬), সোলেমান (৪৫) নাসির (২০) , দহলিয়া গ্রামের আঃ কাইয়ুম (২৭),মেঘদাইর গ্রামের শাকিল (১৯) প্রসন্নকাপ গ্রামের, মনির হোসেন (৪০) প্রমূখ।
এসময় একটি লুডু খেলা বোর্ড ও ১ হাজার ৭ শত ১০ টাকা জব্দ করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামীগন প্রকাশ্য জুয়া খেলিয়া জুয়া আইনের ৪ ধারার অপরাধ সংঘঠিত করেছে বিধায় গ্রেপ্তার করে জুয়া আইনের ৪ ধারা মতে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।