দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান। যার মারাত্মক প্রভাব পড়েছে এ জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায়।
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে পরিকল্পনার অংশ হিসেবে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
২২ এপ্রিল হাজীগঞ্জ পৌরসভাধীন হাজিগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ফল ও ঔষধি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে মেহেদী হাসান রাব্বি জানান, দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে মানুষের জনজীবনে চরম প্রভাব পড়ছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত নিদর্শন ও বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা বৃক্ষ রোপন করেছি। এছাড়াও বৃক্ষের চারা বিতরণ করেছি। আমি আশাবাদী ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা।