সারাদেশের মতো হাজীগঞ্জেও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে আরও তিন দিন হিট এ্যালার্ট জারী করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভাধীন টোরাগড় গ্রামের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ নামাজ আদায় করেন তারা। এর আগে এই নামাজ আদায় করতে সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে জড়ো হন হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার আগত তিন শতাধিক মুসল্লি।
বিশেষ এ নামাজের ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম মোল্লা। পরে তিনি আরবিতে খুতবা পাঠ করেন। খুতবা শেষে দোয়ার মধ্যে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসুল্লীরা বলেন, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য আমরাও নামাজ আদায় করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।