উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ও মহিলা ভাইস চেয়ারম্যান
প্রার্থী পারভীন আক্তার তাঁর প্রজাপতি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও
প্রচারণা চালিয়েছেন। বুধবার (১৫ মে) বিকালে তাঁর নিজ এলাকা শ্রীরামপুর ও
আকানিয়া গ্রামে বিভিন্ন বাড়ি, দোকানপাট, হাঁটবাজার ও পথচারীদের
সাথে প্রজাপতি মার্কায় ভোট পেয়ে ভোটারদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়
করেন।
এসময় তিনি বলেন, আমি উপজেলা যুবলীগের প্রার্থী। কচুয়ার উন্নয়নের
রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের হাত ধরেই আমার
রাজনীতিতে পদার্পণ। আমার নেতা ড. আলমগীর সারের সমর্থনে মহিলা ভাইস
চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি। পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর
মেয়র নাজমুল আলম স্বপন ভাই’র সমর্থনে যুবলীগকে সাথে নিয়ে মাঠে নেমে
পড়েছি। আমার নেতা নারীর ক্ষমতায়নে বিশ^াস করে। পুরুষ ও নারীর সমঅধিকার
বাস্তবায়ন ও বিশ^াসী। ইতোমধ্যে নেতার সান্নিধ্যে থেকে কচুয়াবাসীর
উন্নয়নের জন্য বিভিন্ন এলাকায় কাজ করার সুযোগ হয়েছে। নেতার দোয়া ও
উপজেলা যুবলীগকে সাথে নিয়ে ২৯ মে বিশাল ভোটের ব্যবধানে প্রজাপতি
মার্কার বিজয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, আমার নিজ এলাকাবাসী শতস্ফূর্ত সমর্থন দেখে
আমি খুবই আনন্দিত। আমার জানামতে এলাকার কারোর সাথে আমার
অসৌজন্যমূলক আচরন করিনি। আমি এই শ্রীরামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান
শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে
এলাকার গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের বিনা বেতনের পাশাপাশি শিক্ষা উপকরন দিয়ে
সহযোগীতা করেছি। আপনারা এই বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট্য যে ভবনটি দেখতে
পাচ্ছেন তা আমার নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর সারের মাধ্যমে নিয়ে
এসেছি। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আপনাদের সুখে-দুঃখে সব সময়
আমাকে পাশে পাবেন সেই আশ^াস দিচ্ছি। আমি আপনাদের এলাকার বৌ।
আমার কোন আচরনে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন। আপনাদের সাথে নিয়েই কচুয়ার পুরুষের পাশাপাশি সর্বত্র নারীর
নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। এসময়
উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, যুব ও মহিলা লীগ, ছাত্রলীগ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভায় অংশ নেয়।
ছবিঃ প্রজাপতি মার্কায় ভোট চেয়ে ভোটারদের লিফলেট বিতরণ করছেন
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার।
মোঃ রাছেল,