উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশের ন্যায় শাহরাস্তিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দোয়াভাঙ্গা এলাকায় লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতারা লিফলেট বিতরণ ও ভোট বর্জনের অঙ্গীকার করে।
বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতশত নেতাকর্মীদের ভোট বর্জনের শ্লোগানে মুখরিত হয়ে উঠে, উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমদের নেতা তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময়, জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে ব্যরিস্টার কামাল উদ্দিন বলেন, এই ডামি সরকারের অধীনে কোন নির্বাচন মানি না মানা হবে না,তাই আগামী ২১মে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনও আমরা বয়কট করেছি, এখানে আমাদের কোন প্রার্থী নাই। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ডামি উপজেলা নির্বাচনের সাথে জনগন নেই সেটা প্রমানিত হয়ে গেছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম রিপন। সাবেক ছাত্র দল নেতা মো. সোহেল। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।