হাজীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
২১ মে (মঙ্গলবার) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলিগঞ্জের পিটিআই মোড়ে হাজীগঞ্জ থানার এস আই শামীমা আক্তার অভিযান চালিয়ে কুমিল্লা সদর কোতোয়ালী থানার রাঙ্গুনী গ্রামের কবির হোসেনের ছেলে মাদক কারবারি এরশাদ হোসেনের (২৮) হাতে থাকা সাদা রংয়ের একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এই সময় আটক করা হয় তাকে।
আটককৃত মাদক কারবারি এরশাদ হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলাতে বেশি দামে বিক্রি করে সে।
এই বিষয়ে হাজীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।