Header Border

ঢাকা, বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে নতুন ভোটার হতে সাড়ে ২২ হাজার আবেদন, বাদ ৬ হাজার দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে উপজেলা প্রকৌশলীর ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বচ্ছল এক রোগীর মূত্রথলির পাথর অপারেশন হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা সার্ভিজ চার্জ আদায়কে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লীতে আধিপত্যের লড়াই অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করায় স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবের আয়োজনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা জানান গাজী মনির হোসেন  নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ টুর্নামেন্ট উদ্বোধন। 

হাজীগঞ্জে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাইয়ের মরদেহ উদ্ধার 

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুর থেকে ওমর ফারুক ও মানিক হোসেন নামের সাড়ে পাঁচ বছর বয়সি দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের হাওলাদার বাড়ির পুকুর থেকে জাল টেনে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ওমর ফারুক ওই বাড়ির মোহাম্মদ শাহপরানের একমাত্র ছেলে ও মানিক হোসেন একই বাড়ির মোহাম্মদ জুয়েলের ছোট ছেলে। মারা যাওয়া শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদিন রাতেই জানাযা শেষে ওই বাড়ির কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
জানা গেছে, শাহপরান তার ছেলে ওমর ফারুক ও চাচাতো বোনের ছেলে মানিক হোসেনকে সাথে নিয়ে বাড়ির অদূরে একটি দোকান থেকে চিপস কিনে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর প্রায় ঘন্টা খানেক সময় পার হলেও শিশুরা নিজ নিজ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে ধারণা করে এবং স্থানীয় মানুষের পরামর্শে জেলে এনে ওই পুকুরে জাল ফেলা হয়। সেই জালের টানেই শিশুদের মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে, চিপস খেয়ে হাত ধোয়ার জন্য রাস্তার পাশে পুকুরের পাকা ঘাটলায় নেমেই শিশুরা পানিতে তলিয়ে যায়।
এদিকে একসাথে একই বাড়ির মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যুতে শিশুদের পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ওই বাড়িতে কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশুদের ভীড় জমে। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু বলেন, মারা যাওয়া শিশু ওমর ফারুক ও মানিক হোসেনর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দুইটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন  ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে নতুন ভোটার হতে সাড়ে ২২ হাজার আবেদন, বাদ ৬ হাজার
দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে উপজেলা প্রকৌশলীর ফুলেল শুভেচ্ছা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম সিদ্ধিরগঞ্জে গ্রেফতার
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বচ্ছল এক রোগীর মূত্রথলির পাথর অপারেশন
হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

আরও খবর

error: Content is protected !!