চাঁদপুরের দেওয়ালে দেওয়ালে বাহারি রংয়ের দৃষ্টিনন্দন সব আরবি ক্যালিওগ্রাফি আর গ্রাফিতি দিয়ে সাজিয়ে তুলছে মাদ্রাসার শিক্ষার্থীরা। রং তুলিতে আঁকা এসব নজরকাড়াঁনো ক্যালিওগ্রাফি আর গ্রাফিতি দেখে মুগ্ধ হচ্ছে শহরের বাসিন্দারা। বিনা পারিশ্রমিকে নিজ উদ্যোগে দেওয়ালে দেওয়ালে এসব শিল্পকর্ম করে প্রশংসা ভাসছেন মাদ্রাসার তরুণ শিক্ষার্থীরা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানের পর দেশের শিক্ষার্থী ও শিল্পানুরাগীরা দেশকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন। দেশজুড়ে শুরু হয় নান্দনিক সব শিল্পকর্ম, প্রতিবাদী স্লোগান ও দেয়াললিখনের কার্যক্রম। এতে পিছিয়ে ছিলেন না মাদ্রাসার শিক্ষার্থীরাও। তাঁদের কিছু শিল্পকর্ম বেশ প্রশংসিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায়, চাঁদপুর শহরের প্রায় অর্ধশত স্থানে আঁকা হয়েছে নানা ধরনের ক্যালিওগ্রাফি আর প্রতিবাদী গ্রাফিতি। এসব শিল্পকর্মের অধিকাংশ গুলোই এঁকেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
জানা যায়, মুহাম্মদ তারেকুল ইসলাম এবং হাফেজ মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম উদ্যোগে মুহাম্মদ ইয়াসিন আলমের সার্বিক সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আসেন মুহাম্মদ আশিক, মুহাম্মদ মারওয়ান নুর, মোল্লা মুহাম্মদ ওমর, মুহাম্মদ শরীফুল ইসলাম, ওসামা কবিরসহ বেশ কয়েকজন ক্যালিওগ্রাফি শিল্পী। এই সব শিল্পীরাই সাত দিন ধরে চাঁদপুরের ২৫ টিরও বেশি দেওয়ালে একেঁছেন এসব দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি।
এ বিষয়ে ক্যালিগ্রাফি শিল্পী ওসামা কবির বলেন, আমরা দেশকে ভালোবাসি। দেশের বিজয়ে আমরাও অংশগ্রহন করেছি। এই বিজয়কে চিরস্মরণীয় করে রাখতে। আমরা আমাদের জায়গা থেকে দেওয়ালে দেওয়ালে এসব ক্যালিগ্রাফিগুলো এঁকেছি।