হাজীগঞ্জে নবগঠিত হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার বিএনপির সদ্য মনোনীত সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাসান মিয়াজী। সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, ২০২৬-২৭ সেশনের সভাপতি সাখাওয়াত হোসেন, ২০২৪-২৫ সেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, পাপ্পু মাহমুদ, ইমাম হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাসসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।।
সাক্ষাৎকালে মোহাম্মদ হাসান মিয়াজী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ইউনিয়নে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে রাজনৈতিক ফায়দা লুটেছে। এতে অনেকে হয়রানির শিকার হয়েছেন। আশাকরি, আইন-শৃঙ্খলাবাহিনী তদন্তপূর্বক এবং আপনাদের (সাংবাদিক) লেখনির মাধ্যমে জড়িতরা চিহিৃত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে থাকলে ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায়-বিচার থেকে বঞ্চিত হয়। নিরিহ মানুষ হয়রানি ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আর অপরাধীর অপরাধের মাত্রা বেড়ে যায় এবং অন্যরাও অপরাধে উৎসাহিত হন। তাই, আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি প্রকাশ করে অপরাধমুক্ত সমাজ বির্নিমানে ভুমিকা রাখবেন বলে আমি আশা ও বিশ^াস করি।