চাঁদপুরে জেলা সিভিল সার্জেনের সাথে নারীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিয়ে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। এ সময় তিনি বলেন যে কোন সুস্থ ও বিকাশশীল সমাজ তৈরীর প্রাথমিক কারিগর সেই সমাজের মেয়েরা। তাই মেয়েদের সুস্থ থাকা এবং সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগামী ভবিষ্যৎ-এর কারণে। একটি মেয়ের জন্মের শুরু থেকেই তার ভেতরে তার ভবিষ্যৎ মাতৃসত্ত্বা লুকিয়ে থাকে। প্রতিদিনের বেড়ে ওঠার মাঝে সেই মাতৃসত্ত্বা ধীরে ধীরে পুষ্ট হতে থাকে। যে শরীরে প্রাণের সৃষ্টি হয় সেই শরীরের আন্তঃ কর্ম পদ্ধতি যে খুবই বিশেষ এবং বাকীদের থেকে আলাদা সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ থাকা উচিত নয়। তাই নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। আর এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা। আপনারা বিজয়ী সকল নারী উদ্যোক্তাগন এ ব্যাপরে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন বিজয়ী এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খান, সুইটি, আহমেদ বর্ষা, মরিয়ম আক্তার, উপমা সাহা, ফাতেমা তুজ বৃষ্টি, দিয়া চৌধুরী, সেতু, মিতু আক্তার, জান্নাত আক্তার নিলিসহ বিজয়ীর নেতৃবৃন্দ।