১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১২ সেপ্টম্বর দুপুরে মান্দারখীল গ্রামে বায়তুল আমান হাফিজিয়া নুরানী মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যনা বিল্লাল হোসেন খান’র সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের যে নেতা কর্মী আছে তা যথেষ্ট। আমাদের কোনো হাইব্রিড প্রয়োজন নেই। অতন্দ্র প্রহরীর মতো থাকবে যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে প্রবেশ করতে না পারে। ২০০৮ সালে পুরো বাংলাদেশে বিএনপির ২৯ জন এমপি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আমাদের লায়ন হারুনুর রশিদ একজন। এদের মধ্যে দু’জন মারা গেছেন। বাকী ২৭ জন আগামীতে নমিশেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল কোম্পানী, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন সজিব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনির হোসেন, ফরিদগঞ্জ পৌর শ্রমীক দলের সাবেক সভাপতি আবুল কাশেম, ১৬নং রূপসা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন। বিএনপি নেতা ইউসুফ পাটওয়ারী, আনোয়ার পাটওয়ারী, ইকবার পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ হোসেন মাসুদ প্রমুখ।