Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া  হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত মতলব উত্তরে ঘরের আড়ায় ঝুলে যুবকের আ*ত্মহ*ত্যা হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সংগঠনের দফায় দফায় বিক্ষোভ মিছিল মতলব উত্তরে ২৬হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা : দাম কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হান্নান সরকার দাফন : বিভিন্ন মহলের শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জের আড়ুলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট গাজায় নৃশংস গ*ণহ*ত্যা প্রতিবাদে হাজীগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পুর্নবাসনের দাবি জামায়াত নেতৃবৃন্দের

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমুল্লাহ ভুঁইয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহ’র ইচ্ছায় ছাত্র-জনতার ত্যাগ ও কোরবানীর বিনিময়ে আবারও আমরা একটি সুন্দর ও স্বাধীন দেশ উপহার পেয়েছি। সেজন্য নিহতের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের দলের পক্ষ থেকে নিহতদের মধ্যে ৮’শ পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের সহযোগিতা করা হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন, সরকার যেন তাদের সর্বোচ্চ মর্যাদা দেয়। পাশাপাশি আহতদের সু-চিকিৎসা এবং নিহতদের পরিবার ও আহতদের পুর্নবাসন করে। সেজন্য আপনাদের (সংবাদকর্মী) মাধ্যমে সরকারের প্রতি দৃষ্টি কামনা করে জোর দাবি উপস্থাপন করছি।

বিএম কলিমুল্লাহ ভুঁইয়া সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতীর বিবেক। আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আমাদের ক্ষমতার লোভ নেই। তবে আমরা চাই, ভালো লোকের নেতৃত্ব এবং আপনারা সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা তুলে ধরুন। আমরা যদি চেষ্টা করি, তাহলে সবার প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৬/১৭ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, কাজ করতে পারি নাই। ভিন্ন মত ও ভিন্ন দল হলে, তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অর্থ্যাৎ সব কিছু ছিলো বাক্স বন্দী। একটি দলের বাহিরে কোনো কথা বা কাজ করার সুযোগ ছিলো না। ছাত্র-জনতার মাধ্যমে এখন সুযোগ তৈরি হয়েছে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফে উপস্থাপনায় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান ও পৌর আমীর মাও. মো. আবুল হাসানাত পাটোয়ারী।

আরো পড়ুন  পাতানিশ ও সুহিলপুর বাজারের নৌকা প্রতীকের পথসভাটি জনসভায় রূপ নেয়

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল ও এনায়েত মজুমদার প্রমুখ।

মতবিনিময়ের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, জামায়াতে ইসলামীর যুব নেতা মাওলানা সাখাওয়াত হোসেন এবং বক্তব্য শেষে চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর হাফেজ মাও. মো. কবির হোসেন।

একই সময়ে দেশ মাতৃকার কল্যাণসহ ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। মতবিনিময় শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘রসূলুল্লাহ্র (সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বিপ্লবী জীবন’ নামক একটি বই উপহার হিসেবে প্রেসক্লাবের উপস্থিত নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের হাতে তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।

এসময় জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর সহকারী সেক্রেটারী মো. আবু তাহের, পৌর ছাত্র শিবিরের সভাপতি মো. আরিফ শেখ, মোনাব্বের হোসেন ও মো. শরীফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক মো. আলমগীর কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, সদস্য হাবিবুর রহমান, কাজী হারুন অর রশিদ, শাখাওয়াত হোসেন শামীমসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মতলব উত্তরে ঘরের আড়ায় ঝুলে যুবকের আ*ত্মহ*ত্যা
হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সংগঠনের দফায় দফায় বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ২৬হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা : দাম কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হান্নান সরকার দাফন : বিভিন্ন মহলের শ্রদ্ধাঞ্জলি

আরও খবর

error: Content is protected !!
preload imagepreload image