ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ সেলিম মুন্সী ৬ এপ্রিল রবিবার হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তার আপন ভাতিজা ভুট্রো মুন্সী, সম্রাট মুন্সী, নোমান মুন্সী ও জসিম মুন্সী মিলে পূর্বপরিকল্পিতভাবে তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে একটি ওয়ার্কশপ গ্যারেজে এবং পরে বাড়ির কাছারি ঘরে নিয়ে তালাবদ্ধ করে চালানো হয় অমানবিক নির্যাতন।
হাফেজ সেলিম মুন্সী আরও জানান, তিনি বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাজার পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিজের বাড়ির গাছের ডাব এবং পুকুরের মাছ নিয়ে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই তাকে অপহরণ করে নির্যাতন করা হয়।
তিনি বলেন, “একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ধরনের নির্যাতন আমার উপর চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
ফোনে বিবাদীর বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।